দালাইনামা ছড়াটি বর্তমান দুর্গাপুর ইউনিয়নে দীঘলটারী মৌজায় ভারত বাংলাদেশ সিমান্তের একেবারেই কাছে অবস্তিত। এই ছড়াটি পূর্ব- পশ্চিমে আনুমানিক প্রায় ২কি:মি: লম্বা। প্রস্থ ৮০০মিটার এর মত প্রায়। এই ছড়াটি পূন খনন করা হয় ২০০৬-২০০৭ অর্থবছরে। বর্তমানে এই ছড়ায় মাছ চাষ হচ্ছে। এই ছড়ার আশপাশ প্রায় ১৫০টি পড়িবারের সমন্বয় একটি সমিতির মাধ্যমে পরিচালিত হয়। এই ছড়ায় মাছ চাষকরে যে আয় হয় তাদিয়ে উক্ত সমিতির ১৫০ সদস্য গণের জিবিকা নির্বাহ হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস